বাউফলে মহিলা নেত্রী লিপি গ্রেফতার; ১ মাসের জেল

 বাউফলে মহিলা নেত্রী লিপি গ্রেফতার; ১ মাসের জেল

এম অহিদুজ্জামান ডিউক, প্রতিনিধি বাউফল পটুয়াখালীর বাউফলে সরকারি ত্রাণের চাল আত্মসাৎ করার দায়ে ইউনিয়ন মহিলা লীগের এক নেত্রী কে গ্রেফতার করেছে প্রশাসন। বুধবার বেলা আড়াইটায় উপজেলার কেশবপুর ইউপির বাজেমহল গ্রামের নিজ ঘর থেকে তাকে গ্রেফতার করা হয়। ওই সময় তার ঘর থেকে ৪ বস্তা সরকারী ত্রানের চাল ও ১ বস্তা ভিজিডির চাল জব্দ করা হয় এবং বিক্রয়যোগ্য নয় এমন চালের ৩টি খালি বস্তা উদ্ধার করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাউফল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিছুর রহমান বালী জানান, সরকারী চাল অবৈধভাবে নিজ বাড়িতে রাখার দায়ে অভিযুক্তকে দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ এর ৩৯ ধারায় মোবাইল কোর্টের মাধ্যমে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। মোসাঃ লিপি বেগম উপজেলার কেশবপুর ইউনিয়ন মহিলা লীগের সভাপতি এবং ওই সংরক্ষিত আসন ১,২.৩ এর ইউপি সদস্য।